নিজস্ব প্রতিবেদক : সিলেটে ‘সবার জন্য পর্যটন’ স্লোগানকে সামনে রেখে বর্ণাঢ্য কর্মসূচিতে ‘বিশ্ব পর্যটন দিবস’ উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে সকালে বাংলাদেশ পর্যটন কর্পোরেশনের উদ্যোগে বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়। এতে পর্যটন কর্পোরেশন সহ প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
এরপর দুপুরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে বক্তারা বলেন, সরকার পর্যটন বর্ষে সিলেটে সড়ক সংস্কার, অবকাঠামো উন্নয়ন ও রিসোর্ট-রেস্ট হাউজ নির্মাণ সহ বিভিন্ন উন্নয়নমূলক কর্মসূচি হাতে নিয়েছে সরকার।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো শহিদুল ইসলাম চৌধুরীর সভাপতিত্বে ও সিলেট টুুরিস্ট ক্লাবের সভাপতি হুমায়ুন কবির লিটনের পরিচালনায় এতে সভায় স্বাগত বক্তব্য রাখেন, বাংলাদেশ পর্যটন কর্পোরেশন সিলেট অঞ্চলের ব্যবস্থাপক জাহিদ হোসেন। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আটাব সিলেট জোনের সভাপতি আব্দুল জব্বার জলিল, সিলেট হোটেল অ্যান্ড গেস্ট হাউজ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি খন্দকার সিপার আহমদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক এটিএম শোয়েব, সাংবাদিক আফতাব চৌধুরী, টুুরিস্ট পুলিশ সিলেটের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো আব্দুন নূর, ট্যুরিস্ট ক্লাবের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম, দৈনিক সিলেটের ডাকের সাহিত্য সম্পাদক অ্যাডভোকেট আব্দুল মুকিত অপি, শাহজালাল ট্যুরিস্ট সোসাইটির সভাপতি আব্দুল ওয়াদুদ, এমসি কলেজ ট্যুরিস্ট ক্লাবের সহ সভাপতি আবু বকর সিদ্দিক প্রমুখ।
মৌলভীবাজার প্রতিনিধি : মৌলভীবাজারে নানা আয়োজনে বিশ্ব পর্যটন দিবস উদযাপিত হয়েছে।
এ উপলক্ষে রবিবার সকালে জেলা প্রশাসক কার্যালয়ের সম্মুখ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসক মো তোফায়েল ইসলামের সভাপতিত্বে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে জেলা প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক ব্যক্তিত্ব, জনপ্রতিনিধি ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ অংশ নেন।
Leave a Reply