নিজস্ব প্রতিবেদক : সিলেটে ঐতিহাসিক মুজিবনগর দিবসের আলোচনায় আওয়ামী লীগ নেতারা বলেছেন, বাংলাদেশকে অভীষ্ঠ লক্ষ্যে নিয়ে যেতে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার নেতৃত্বের বিকল্প নেই। তাই দলীয় নেতাকর্মীদেরকে আগামী সংসদ নির্বাচনে ‘নৌকা’র পক্ষে গণজোয়ার সৃষ্টি করতে এক হয়ে কাজ করতে হবে।
মঙ্গলবার বিকেলে জেলা ও মহানগর আওয়ামী লীগের উদ্যোগে জেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
এতে সভাপতিত্ব করেন, দলের কেন্দ্রীয় কার্যনির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, আওয়ামী লীগের জেলা সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমমান, সহ সভাপতি আশফাক আহমদ, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদকব আসাদ উদ্দিন আহমদ।
সকালে সিলেট জেলা প্রশাসন ও জেলা শিল্পকলা একাডেমির উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঐতিহাসিক মুজিবনগর দিবস এবং বাংলাদেশের স্বাধীনতা শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী সদস্য বদর উদ্দিন আহমদ কামরান। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক নুমেরী জামান। বিশেষ অতিথি ছিলেন, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আব্দুল আহাদ, মহানগর পুলিশের উপ কমিশনার ফয়সল মাহমুমদ, অতিরিক্ত পুলিশ সুপার মাহবুবুল আলম, সদর উপজেলা চেয়ারম্যান আশফাক আহমদ এবং মুক্তিযোদ্ধা সংসদের সাবেক জেলা কমান্ডার সুব্রত চক্রবর্তী জুয়েল ও সাবেক মহানগর কমান্ডার ভবতোষ রায় বর্মণ রানা।
মৌলভীবাজার প্রতিনিধি : ঐতিহাসিক মুজিবনগর দিবস উপলক্ষে মৌলভীবাজার জেলা প্রশাসনের উদ্যোগে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন, জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আজিজুর রহমান। সভাপতিত্ব করেন, জেলা প্রশাসক তোফায়েল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন, পুলিশ সুপার মোহাম্মদ শাহজালাল, জেলা আওয়ামী লীগের সভাপতি নেছার আহমদ, সাধারণ সম্পাদক মিসবাউর রহমান, পৌর মেয়র ফজলুর রহমান ও মৌলভীবাজার চেম্বার অব কর্মাস এন্ড ইন্ডাস্ট্রির সভাপতি কামাল হোসেন। পরিচালনায় ছিলেন, জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসিম উদ্দিন মাসুদ।
এদিকে জেলা আওয়ামী লীগের উদ্যোগে দুপুরে পৌর ভবনের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
Leave a Reply