র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ সিলেট মহানগরীতে অভিযান চালিয়ে অবৈধভাবে আমদানি করা বিপুল পরিমাণ ভারতীয় ক্লিনিক প্লাস শ্যাম্পু সহ এক চোরাকারবারিকে গ্রেফতার করেছে।
শুকবার মধ্যরাতে র্যাব-৯ কমান্ডিং অফিসার লে কর্নেল আবু মুসা মো শরীফুল ইসলামের নেতৃত্বে মেজর শওকাতুল মোনায়েম, সিনিয়র এএসপি নাহিদ হাসান ও এএসপি ওবাইন সহ সদর কোম্পানির একটি আভিযানিক দল মহানগরীর নাইয়রপুল এলাকা থেকে চোরাকারবারি মোহাম্মদ হৃদয়কে গ্রেফতার। তার নিকট থেকে অবৈধভাবে আনা ভারতীয় ১৯৮০ বোতল ক্লিনিক প্লাস শ্যাম্পু আটক ও একটি ১টি কার্ভাডভ্যান জব্দ করা হয়।
এর আগে বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে র্যাব-৯, স্পেশাল কোম্পানির কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার আফসান আল-আলমের নেতৃত্বে একটি আভিযানিক দল কাষ্টঘর সুইপার কলোনি এলাকা থেকে মাদক ব্যবসায়ী আশিক লালকে ১৩১ পিস ইয়াবা ও ৩০০ গ্রাম গাঁজা সহ গ্রেফতার করে।
একই দিন দুপুরে র্যাব-৯, সুনামগঞ্জ ক্যাম্পের অপারেশন কমান্ডার লে কমান্ডার ফয়সল আহমদ এবং এএসপি মো আব্দুলাহ ও সুনামগঞ্জ জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে সহকারী পরিচালক শফিকুল ইসলামের সমন্বয়ে দোয়ারাবাজার উপজেলার কাটাখালি বাজার ও আমবাড়ী বাজার এলাকায় অভিযান চালিয়ে খাদ্যদ্রব্যে ভেজাল সংক্রান্ত অপরাধে ৫টি প্রতিষ্ঠানকে ৩৩ হাজার টাকা জরিমানা করা হয়।
Leave a Reply