সিলেট ও ঢাকায় শ্রদ্ধা-ভালোবাসায় সাবেক অর্থমন্ত্রী, রাজনীতিবিদ, লেখক, ভাষাসৈনিক ও বীর মুক্তিযোদ্ধা আবুল মাল আবদুল মুহিতের ৮৯ তম জন্মদিন পালিত হয়েছে।
এ উপলক্ষে বুধবার সকালে সিলেটে এ এম এ মুহিতের কবরে বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও তার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে মোনাজাত করা হয়।
বাদ জোহর দরগায়ে হযরত শাহজালাল (র) জামে মসজিদে সিলেট মহানগর আওয়ামী লীগের পক্ষ থেকে মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এতে মহানগর আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ ও সাধরণ সম্পাদক অধ্যাপক মো জাকির হোসেন সহ আওয়ামী লীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের সর্বস্তরের নেতাকর্মী উপস্থিত ছিলেন।
দুপুরে সিলেটে বীর মুক্তিযোদ্ধা ড আল কবির সীমান্তিক কমপ্লেক্সে বেসরকারি স্বেচ্ছাসেবী সংস্থা সীমান্তিকের উদ্যোগে আবুল মাল আবদুল মুহিত স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
আবুল মাল আবদুল মুহিত স্মরণে ঢাকায় পরিবারের পক্ষ থেকে নানা আয়োজনের পাশাপাশি বিকেলে ফরেন সার্ভিস একাডেমিতে চ্যানেল আইর পক্ষ থেকে তার জীবন ও কর্ম নিয়ে নির্মিত প্রামাণ্যচিত্র ‘ত্রিকালদর্শী কর্মবীর’ প্রদর্শন ও স্মৃতিচারণের আয়োজন করা হয়। এতে পররাষ্ট্র মন্ত্রী ড এ কে আব্দুল মোমেন এমপি সহ দেশের বরণ্যে ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
এছাড়া বিকেলে ঢাকার নয়া পল্টনে চায়না টাউন ভবনে সিলেট বিভাগ যোগাযোগ ও উন্নয়ন পরিষদের উদ্যোগে এ এম এ মুহিত স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
এসকল কর্মসূচিতে বক্তারা আবুল মাল আবদুল মুহিতকে বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নের একজন সফল অগ্রনায়ক উল্লেখ করে বলেন, তিনি ছিলেন একজন কর্মবীর। তার চিন্তা-চেতনায় সকল সময় ছিল দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ, যা তিনি তার কর্মতৎপরতায় প্রমাণ করে গেছেন। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply