সিলেট সেনানিবাস ও জালালাবাদ সেনানিবাসে যথাযোগ্য মর্যাদায় ঐতিহাসিক সাতই মার্চ উদযাপন করা হয়েছে।
দিনের শুরুতেই দুই সেনানিবাসের সকল ইউনিট ও প্রতিষ্ঠানে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
এরপর জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীভিত্তিক ডকুমেন্টারি ও বঙ্গবন্ধুর সাতই মার্চের ভাষণের ভিডিওচিত্র প্রদর্শন করা হয়।
এছাড়া সকল ব্রিগেড/ইউনিট পর্যায়ে বাংলাদেশের স্বাধীনতায় বঙ্গবন্ধুর ঐতিহাসিক সাতই মার্চের ভাষণের ভূমিকা, অবদান, গুরুত্ব ও তাৎপর্য সম্পর্কে আলোচনা অনুষ্ঠিত হয়।
সিলেট ও জালালাবাদ সেনানিবাসের সকল শিক্ষা প্রতিষ্ঠানেও নানা আয়োজনের মধ্য দিয়ে দিনটি উদযাপন করা হয়।
এ উপলক্ষ্যে বঙ্গবন্ধুর জীবনীভিত্তিক ডকুমেন্টারি ও ভাষণ প্রদর্শন এবং আবৃত্তি, চিত্রাংকন, ছড়া পাঠ, নান্দনিক হস্তাক্ষর লেখা ও রচনা প্রতিযোগিতার আয়োজন করা হয়।
এ সময় দিবসটির গুরুত্ব ও তাৎপর্য তুলে ধরে বক্তব্য রাখেন সকল শিক্ষা প্রতিষ্ঠানের অধ্যক্ষসহ নির্বাচিত শিক্ষক ও শিক্ষার্থীরা।
পাশাপাশি সেনাবাহিনী পরিচালিত লেডিস ক্লাব, সেনা পরিবার কল্যাণ সংস্থা এবং চিল্ড্রেন ক্লাবেও ঐতিহাসিক এ দিনটি উদযাপন উপলক্ষ্যে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়। তথ্য বিবরণী
Leave a Reply