নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেট ও চট্টগ্রাম বিভাগের বিভিন্ন চা বাগানে চায়ের নিমন্ত্রণ গ্রহণ করেছেন।
শনিবার বিকেলে ভিডিও কনফারেন্সিংয়ে সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ ও চট্টগ্রাম জেলার চা শ্রমিকদের সঙ্গে কথা বলার সময় তিনি এই নিমন্ত্রণ পেয়ে সঙ্গে সঙ্গে গ্রহণ করেন।
প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলতে গিয়ে চা শ্রমিকরা তাকে বারবার ‘মা’ সম্বোধন তাদের বাগানে বেড়াতে যেতে ও তাদের জীবনচিত্র প্রত্যক্ষ করতে অনুরোধ জানান। একই সঙ্গে সরকার প্রধানকে তাদের হাতে তৈরি এক কাপ চা খাওয়ার নিমন্ত্রণ দেন।
শেখ হাসিনা নিমন্ত্রণ গ্রহণ করেন।
এক পর্যায়ে তিনি তারে হাতের বালা দেখিয়ে জানান, চা শ্রমিকরাই তাকে বালাটি উপহার দিয়েছিলেন।
Leave a Reply