নিজস্ব প্রতিবেদক : স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী জাহিদ মালেক দুই দিনের সফরে সিলেট এসেছেন। বুধবার দুপুরে তিনি সিলেট পৌঁছেন।
প্রতিমন্ত্রী প্রথমেই ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পরিদর্শন করেন।
পরে মতবিনিময় সভায় মিলিত হন ওসমানী মেডিকেল কলেজের শিক্ষক ও কর্মকর্তাদের সাথে। এ সময় ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আব্দুছ ছবুর মিঞা, স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা ইহতেশামুল হক দুলাল, অধ্যক্ষ ডা মোর্শেদ আহমদ চৌধুরী, বিএমএ সিলেট শাখার সভাপতি ডা রোকন উদ্দিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন।
প্রতিমন্ত্রী জাহিদ মালেক বিকেলে সিভিল সার্জন কার্যালয়ের নির্মাণ কাজ প্রত্যক্ষ করেন।
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী বৃহস্পতিবার সিলেটে বেশ কয়েকটি মডেল ফার্মেসি উদ্বোধন করবেন।
Leave a Reply