NATIONAL
RAB arrests 4 people including main accused in Sohel murder case in Zakiganj within 48 hours
সংবাদ সংক্ষেপ
ধোপাগুলে ১৪০ বোতল ফেনসিডিল সহ ২ জনকে গ্রেফতার করেছে র‌্যাব-৯ সুনামগঞ্জে জাতীয়তাবাদী আদর্শের হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের মতবিনিময় সভা দিরাই সরমঙ্গল ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি সুমন গ্রেফতার মহানগরীর পনিটুলা মহাপ্রভুর আখড়ায় দু’দিনব্যাপী হরিনাম সংকীর্ত্তন শুরু সোমবার পরলোকে বলরাম জীউর আখড়া পরিচালনা কমিটির সহসভাপতি নিতিশ রাউত খেলাধুলায় ঘিলাছড়াবাসীর আগ্রহ দেখে অভিভূত ব্যারিস্টার মোস্তাকিম রাজা রিকাবীবাজারেই আগামীতে রথযাত্রা উৎসব অনুষ্ঠিত হবে : আরিফ বৈষম্যের বিরুদ্ধে নাগরিক প্রতিবাদের বিষয়গুলো চলচ্চিত্রে বেশি করে তুলে ধরার আহবান জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান স্বৈরাচারের বিরুদ্ধে জনগণের অদম্য প্রতিরোধের প্রতিচ্ছবি : সিলেট বিএনপি মৌলভীবাজারে শহীদদের স্মরণে জুলাই প্রতীকী ম্যারাথন মধ্যনগরে যাত্রীবাহী ট্রলার ডুবিতে এক বৃদ্ধা প্রাণ হারিয়েছেন হবিগঞ্জে ৪ জনের অস্বাভাবিক মৃত্যু || চোলাই মদের বিষক্রিয়ায় মারা যাওয়ার আশঙ্কা মেট্র্রোপলিটন ইউনিভার্সিটি পরিদর্শনে ব্রিটিশ কাউন্সিলের কান্ট্রি ডিরেক্টর রাষ্ট্রকাঠামো মেরামতে বিএনপির ৩১ দফা বাস্তবায়নে মধ্যনগরে জনসভা বিশ্বম্ভরপুরে মসজিদে নামাজ পড়ার সময় বড়ো ভাইয়ের হাতে ছোটোভাই খুন || ঘাতক আটক শাহপরাণ থানা পুলিশের হাতে স্বামী গ্রেফতার স্ত্রী হত্যার অভিযোগে

সিলেট এসওএস শিশুপল্লীতে গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ

  • বৃহস্পতিবার, ১৯ মে, ২০২২

সুবিধাবঞ্চিত শিশুদের পরিবার শক্তিশালীকরণ কর্মসূচির অংশ হিসেবে ৫০টি পরিবারের জীবিকায়নের লক্ষ্যে বৃহস্পতিবার ওসমানীনগর উপজেলার দয়ামীরে এসওএস শিশুপল্লী সিলেটে দিনব্যাপী গবাদিপশু পালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
এসওএস শিশুপল্লী সিলেটের পরিচালক মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে প্রশিক্ষণে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সিলেট কৃষি বিদ্যালয়ের সার্জারি ও থিরিওজেনলজি বিভাগের প্রভাষক ডা মো মাহ্ফুজুল হক। উপস্থিত ছিলেন, এসওএস সামাজিক কেন্দ্র সিলেটের প্রোগ্রাম অফিসার ও ইনচার্জ তানবীর আহমেদ আহমদ সহ অন্যান্য কর্মকর্তা।
প্রথম পর্যায়ে ৩৪টি পরিবারের সেকেন্ডারি কেয়ারগিভারগণ এ কর্মসূচিতে অংশগ্রহণ করেন।
পরবর্তী সময়ে এই পরিবারগুলোতে তাদের অংশীদারিত্বের ভিত্তিতে পর্যায়ক্রমে গরু ক্রয় করে দেওয়া হবে।
শিশুদের পড়াশুনার পাশাপাশি একটি পরিবারকে আত্মনির্ভরশীল করে গড়ে তোলার ক্ষেত্রে এসওএস শিশুপল্লী সিলেটের পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি অনন্য ভূমিকা পালন করে আসছে।
এ কর্মসূচির মাধ্যমে একেকটি পরিবার ৩ থেকে ৫ বছর পর্যন্ত সহায়তা পেয়ে সামাজিকভাবে উন্নয়নের পাশাপাশি আর্থিকভাবে হয়ে উঠছে সাবলম্বী। ওসমানীনগর ও বালাগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকার ৪৯৫টি পরিবারের পিতা-মাতার যত্নবঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়া সুবিধাবঞ্চিত শিশুদের পরিবার শক্তিশালীকরণ কর্মসূচি ও কিন-শিপ কেয়ার কর্মসূচির মাধ্যমে মোট ৮১৭ শিশুকে সহযোগিতা করা হচ্ছে।
কর্মসূচির অন্তর্ভুক্ত শিশুরা পড়াশুনার সমস্ত খরচ, বই, খাতা, কলম, টিউশন ফি, স্কুল টিফিন, কোচিং ফি ও স্কুল ইউনিফর্ম এবং কেয়ারগিভারগণ জীবিকায়নের জন্য বিভিন্ন প্রশিক্ষণ ও সহযোগিতা পাচ্ছেন।
উল্লেখ্য, এসওএস শিশুপল্লী একটি আন্তর্জাতিক সমাজ উন্নয়নমূলক সংস্থা, যা শিশু অধিকার প্রতিষ্ঠায় কাজ করছে।
যে সব শিশু নানা কারণে পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পড়ে বা পিতা-মাতার যত্নবঞ্চিত হওয়ার ঝুঁকিতে পড়ে, তাদের কল্যাণে সাড়া দেয় এসওএস শিশু পল্লী। এসব শিশুর দায়িত্ব এই প্রতিষ্ঠান গ্রহণ করে তাদেরকে পারিবারিক পরিবেশে মাতৃস্নেহে লালনপালন এবং শিক্ষা ও প্রশিক্ষণের মাধ্যমে আত্মনির্ভরশীল ও প্রতিষ্ঠিত হতে সহায়তা করে।
এসওএস আন্তর্জাতিক শিশুপল্লী হচ্ছে বিশ্বের অন্যতম বেসরকারি শিশু কল্যাণমূলক সংস্থা, যা বিশ্বের ১৩৭টি দেশে কাজ করছে। বাংলাদেশে ১৯৭২ সালে এ প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করে। ঢাকা, রাজশাহী, খুলনা, চট্টগ্রাম ও বগুড়ায় ছয়টি এসওএস শিশু পল্লী প্রতিষ্ঠিত হয়েছে।
বর্তমানে এসওএস শিশুপল্লী সিলেটে পিতা-মাতার যতনবঞ্চিত ও পরিবারহারা ১২৩ জন অনাথ শিশু ১৩টি পরিবারে লালিত পালিত হচ্ছে।-সংবাদ বিজ্ঞপ্তি

সংবাদটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More

লাইক দিন সঙ্গে থাকুন

স্বত্ব : খবরসবর ডট কম
Design & Developed by Web Nest