নিজস্ব প্রতিবেদক : সিলেটের এম সি কলেজ ছাত্রাবাসে স্বামীকে আটকে রেখে গৃহবধূকে গণধর্ষণ মামলায় ৮ ছাত্রলীগকর্মীর বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়েছে।
এর মাধ্যমে এই মামলার বিচার কার্যক্রম শুরু হলো। আগামী ২৪ জানুয়ারি সাক্ষ্যগ্রহণের তারিখ নির্ধারণ করা হয়েছে।
রবিবার দুপুরে সিলেট বিভাগীয় নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের স্পেশাল পিপি রাশিদা সাঈদা খানম জানান, সকাল সোয়া ১১টায় বিচারক মো মোহিতুল হকের আদালতে মামলার অভিযোগ গঠনের উপর শুনানি হয়। এরপর সকল আসামির উপস্থিতিতেই আদালত অভিযোগ গঠন করে।
তিনি বলেন, রবিবার আদালতে দুই আসামির জামিন ও তিন আসামির অভিযোগপত্র থেকে অব্যাহতি চেয়ে আবেদন করা হলে বিচারক তা নামঞ্জুর করেন।
অভিযুক্তরা হলো, ছাত্রলীগ কর্মী এম সি কলেজের শিক্ষার্থী সাইফুর রহমান, শাহ মাহবুবুর রহমান রনি, তারেকুল ইসলাম তারেক, অর্জুন লস্কর, আইনুদ্দিন ওরফে আইনুল, মিসবাউল ইসলাম রাজন মিয়া, রবিউল ইসলাম ও মাহফুজুর রহমান মাসুম।
Leave a Reply