নিজস্ব প্রতিবেদক : সিলেটের ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান এমসি কলেজে ১০ তলা শিক্ষা ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শনিবার দুপুরে এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন। এ সময় উপস্থিত ছিলেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমদ, এমসি কলেজের অধ্যক্ষ নিতাই চন্দ্র চন্দ, আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, নির্বাহী সদস্য ও মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, জেলা সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী ও মহানগর সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ।
এর আগে শিক্ষামন্ত্রী এমসি কলেজ শহীদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন।
এছাড়া ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে তিনি এক মতবিনিময় সভায় বক্তব্য রাখেন।
Leave a Reply