সিলেট উইমেন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডস্ট্রির উদ্যোগে এন্টারপ্রেনারশিপ ডেভেলপমেন্ট ও বিজনেস ম্যানেজমেন্ট বিষয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার বিকালে মহানগরীর শাহজালাল উপশহরের সূচিতা ট্রেনিং সেন্টারে ৫ দিনব্যাপী অনুষ্ঠিত এই কর্মশালার সহযোগিতায় ছিল বাংলাদেশ ইন্সপায়ার্ড ও আইএলও।
কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের জেলা প্রশাসক মো জয়নাল আবেদীন। বিশেষ অতিথি ছিলেন সিলেট মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ সভাপতি হাসিন আহমদ, বাংলাদেশ ইন্সপায়ার্ডের টিম লিডার আলী সাবেত, প্রাইম ব্যাংক সিলেটের এভিপি আশীষ ভট্রাচার্য ও অগ্রণী ব্যাংকের এজিএম মৃণাল কান্তি রায়।
সিলেট উইমেন চেম্বারের সভাপতি স্বর্ণলতা রায়ের সভাপতিত্বে ও সদস্য সচিব জাহেদুল ইসলাম লস্করের পরিচালনায় আরও উপস্থিত ছিলেন পরিচালক বিউটি বর্মন, সামসুন্নাহার, রাবেয়া আক্তার রিয়া, সদস্য আসমাউল হাসনা খান, সাবরিনা খান, রুবা খানম, লুবানা ইয়াছমিন প্রমুখ।
Leave a Reply