আনন্দঘন পরিবেশে সিলেট উইমেন্স মডেল কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার শাহী ঈদগা এলাকায় প্রতিষ্ঠানের স্থায়ী ক্যাম্পাসে এ ক্রীড়া প্রতিযোগিতা শেষে বিকেলে পুরস্কার বিতরণ করা হয়।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান ও সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম মিলন। সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদারের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন, ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্টি জাহেদ আহমদ। পরিচালনায় ছিলেন, শিক্ষক ভারতী দাস ও রায়হানুল ইসলাম। সার্বিক দায়িত্বে ছিলেন, বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা কমিটির আহ্বায়ক কাজী মাহবুবুল আলম এবং সদস্য সৈয়দ হাফিজ আহমেদ দাউদ, মাহমুদ চৌধুরী ও শিল্পী বিশ্বাস।
এর আগে সকালে বর্তমান ক্যাম্পাসে জাতীয় সংগীত পরিবেশনের সাথে সাথে জাতীয় পতাকা উত্তোলনের মাধ্যমে ক্রীড়া প্রতিযোগিতার উদ্বোধন করেন, ইএসডি ফাউন্ডেশনের চেয়ারম্যান মাহবুবুল আলম মিলন। এ সময় আরো উপস্থিত ছিলেন, অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার ও ট্রাস্টি জাহেদ আহমদ। পরে শিক্ষক-শিক্ষার্থীরা বর্ণাঢ্য শোভাযাত্রা নিয়ে স্থায়ী ক্যাম্পাসে যান। সেখানে দিনব্যাপী খেলাধুলা অনুষ্ঠিত হয়।
Leave a Reply