নিজস্ব প্রতিবেদক : সিলেট উইমেন্স মডেল কলেজ এবারের এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ কৃতি ছাত্রীদের সংবর্ধনা দিয়েছে। সোমবার দুপুরে মহানগরীর মানিকপীর রোডে একটি কমিউনিটি সেন্টারে এ বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, নর্থইস্ট ইউনিভার্সিটির ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড তোফায়েল আহমদ। ইএসডি ফাইন্ডেশন সভাপতি জে এম এইচ জে ফেরদৌসের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মঈনুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহনাজ বেগম, পুলিশ লাইনস উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহ আলম, কিশোরী মোহন বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গৌরা ঘোষ, সৈয়দ হাতিম আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এলাইচ মিয়া, পিডিবি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ক্ষিতিন্দ্র কুমার দাশ, মৌলভী ছাইর আলী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাব্বির আহমদ, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক রোটারিয়ান মাহবুবুল আলম মিলন, ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক প্রণব কান্তি দেব ও এম্বিশন স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ ভানুলাল দাশ। প্রধান বক্তা ছিলেন, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তফাদার। শুভেচ্ছা বক্তব্য রাখেন, প্রতিষ্ঠানের সমন্বয়ক সৈয়দ হাফিজ আহমদ দাউদ। কোরান তেলাওয়াত করেন, সালেহ আহমদ। পরিচালনায় ছিলেন, বাংলা বিভাগের প্রভাষক মনসুর হাল্লাজ ও ইংরেজি বিভাগের প্রভাষক লুবাবা রাহনুম। পরে শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিথিরা।
Leave a Reply