নিজস্ব প্রতিবেদক : সিলেট উইমেন্স মডেল কলেজে যথাযোগ্য মর্যাদায় অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে সকালে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন, শিক্ষক-শিক্ষার্থীরা। পরে ক্যাম্পাসে স্কুল শাখা প্রাঙ্গণে অনুষ্ঠিত হয় স্কুল শাখার শিক্ষার্থীদের চিত্রাঙ্কণ প্রতিযোগিতা। এতে ৮ম শ্রেণির জুবাইদা আলফুন্নেসা জুলি প্রথম, ৯ম শ্রেণির মাহজাবিন জাহান আর্নিকা দ্বিতীয় এবং যৌথভাবে ১০ শ্রেণির তাসফিয়া হোসাইন ও সামিয়া বুশরা তৃতীয় স্থান অধিকার করে।
কলেজ শাখা প্রাঙ্গণে আয়োজন করা হয় বিতর্ক প্রতিযোগিতার। এতে বিষয় ছিল, ‘নারীর ক্ষমতায়নই পারে নারীর প্রতি সহিংসতা রোধ করতে’। পক্ষে ছিল কলেজ শাখা আর বিপক্ষে স্কুল শাখা। জয়ী হয় স্কুল শাখা। এছাড়া দলের সদস্য খাদিজা আক্তার সায়মা সেরা বক্তা নির্বাচিত হয়।
আলোচনা সভা ও পুরস্কার বিতরণীতে প্রধান অতিথি ছিলেন, ই এস ডি ফাউন্ডেশনের চেয়ারম্যান জে এম এইচ জে ফেরদৌস। সভাপতিত্ব করেন, সিলেট উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তাপাদার। অতিথি ছিলেন, ই এস ডি ফাউন্ডেশনের ট্রাস্টি মাহবুবুল আলম মিলন ও শফি উদ্দিন চৌধুরী। হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক মাহফুজুর রহমানের সঞ্চালনায় আরো বক্তব্য রাখেন, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের প্রভাষক মাহমুদ চৌধুরী ও নবম শ্রেণির শিক্ষার্থী নাফিসা আক্তার ভূঁইয়া।
Leave a Reply