নিজস্ব প্রতিবেদক : আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে সিলেট উইমেন্স মডেল কলেজে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে নিজস্ব ক্যাম্পাসে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, আল আমিন সেন্ট্রাল ডেন্টাল কলেজের পরিচালক ডা মোস্তফা শাহজামান চৌধুরী বাহার। প্রধান বক্তা ছিলেন, ইএসডি ফাউন্ডেশনের সভাপতি জে এম এইচ জে ফেরদৌস। বিশেষ অতিথি ছিলেন, ইএসডি ফাউন্ডেশনের ট্রাস্টি শাহেদ আহমদ রুবেল। সভাপতিত্ব করেন, উইমেন্স মডেল কলেজের অধ্যক্ষ আব্দুল ওয়াদুদ তপাদার। পরিচালনায় ছিলেন, ইংরেজি বিভাগের প্রভাষক লুবাবা রাহনুম ও বাংলা বিভাগের প্রভাষক আব্দুল করিম।
এর আগে সিলেট কেন্দ্রীয় শহীদমিনারে প্রতিষ্ঠানের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয়।
Leave a Reply