সিলেটের বিভিন্ন সংবাদমাধ্যমে কর্মরত নারী সাংবাদিকদের নিয়ে সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাব গঠিত হয়েছে।
সোমবার জ্যেষ্ঠ সাংবাদিক হাসিনা বেগম চৌধুরীর সভাপতিত্বে মহানগরীর একটি অভিজাত রেস্তোরাঁয় আয়োজিত সভায় নতুন এ সাংবাদিক সংগঠনের আত্মপ্রকাশ ঘোষণা করা হয়।
সভায় গঠন করা হয় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের প্রথম কার্যনির্বাহী পরিষদ। এতে সভাপতি হয়েছেন, দৈনিক সবুজ সিলেটের সিনিয়র স্টাফ রিপোর্টার ও চ্যানেল আইর সিলেটের ভিডিও জার্নালিস্ট সুবর্ণা হামিদ। সাধারণ সম্পাদক আজকের পত্রিকার সিলেট প্রতিনিধি শাকিলা ববি। অন্যরা হলেন, সহসভাপতি দৈনিক ইত্তেফাকের নিজস্ব প্রতিবেদক অমিতা সিনহা, সাংগঠনিক সম্পাদক সাম্প্রতিক দেশকালের সিলেট প্রতিনিধি হেনা মমো, কোষাধ্যক্ষ দৈনিক সিলেট মিররের নিজস্ব প্রতিবেদক বুশরা নূর, প্রচার ও প্রকাশনা সম্পাদক দৈনিক সিলেট এক্সপ্রেসের নিজস্ব প্রতিবেদক তাসলিমা খানম বীথি, দপ্তর সম্পাদক সিলটিভির নিজস্ব প্রতিবেদক ফাইজা রাফা, কার্যনির্বাহী সদস্য সিনিয়র ফটো সাংবাদিক রত্না আহমদ তামান্না ও বাংলা ভিউর নিজস্ব প্রতিবেদক শ্রাবণী তালুকদার।
সংগঠনের উপদেষ্টা হিসেবে রয়েছেন, জ্যেষ্ঠ সাংবাদিক হাসিনা বেগম চৌধুরী ও অনলাইন নিউজ পোর্টাল সিলেট ভয়েসের প্রকাশক সেলীনা আক্তার চৌধুরী।
সভায় রাঁধুনী কীর্তিমতী সাংবাদিক সম্মাননা ২০২১ অর্জন করায় সিলেট উইমেনস জার্নালিস্ট ক্লাবের পক্ষ থেকে সাংবাদিক অমিতা সিনহাকে সম্মাননা প্রদান করা হয়।–সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply