জাতীয় শোকদিবস ও বঙ্গবন্ধুর শাহাদাতবার্ষিকী উপলক্ষে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভাসির্টিতে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার সকালে অনুষ্ঠিত হয় বঙ্গবন্ধুর জীবন ও কর্ম নিয়ে আলোচনা। অনুষ্ঠান। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য ড শহীদ উল্লাহ তালুকদার। এসআইইউ মিলনায়তনে কোষাধ্যক্ষ মনির উদ্দিনের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত রেজিস্ট্রার নসরত আফজা চৌধুরীর সঞ্চালনায় প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য রাখেন, বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারপার্সন শামীম আহমদ, মানবিক অনুষদের ডিন অধ্যাপক মুয়ীজুর রহমান, বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ঋষি কেশ ঘোষ, প্রশাসন ও জনসংযোগ পরিচালক তারেক উদ্দিন তাজ, ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক আয়েশা ইয়াসমিন, সিএসই বিভাগের প্রভাষক রাজর্ষি রায় ও ইংরেজি বিভাগের প্রভাষক নূরুল হাসান রাজিব।
Leave a Reply