সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির (২০২৩-২০২৪) নতুন কমিটি গঠন করা হয়েছে।
বুধবার, ২২ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের প্রক্টর, আইন বিভাগের প্রধান ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি মুট কোর্ট সোসাইটির প্রধান উপদেষ্টা হুমায়ুন কবির স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
নবগঠিত কমিটির সভাপতি হয়েছেন সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির আইন বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী নোমান আহমদ (জুয়েল)। সাধারণ সম্পাদক হয়েছেন আইন বিভাগের ৩য় বর্ষ ২য় সেমিস্টারের শিক্ষার্থী ফৌজিয়া সুলতানা। কমিটির অন্যরা হলেন সহসভাপতি সাজেদা আক্তার, যুগ্মসাধারণ সম্পাদক মাহমুদুর রহমান, কোষাধ্যক্ষ মোক্তাদির আলী, সহকোষাধ্যক্ষ আমিনা আক্তার সুমি, সাংগঠনিক সম্পাদক হালিমা আক্তার রুমি ও হাসিবুল হাসান শ্রাবণ, প্রেস ও মিডিয়া সম্পাদক তানিয়া আক্তার ইভা, প্রচার সম্পাদক আসাদ উল্লাহ, সহপ্রচার সম্পাদক অর্পিতা দে, যোগাযোগ সম্পাদক ফাহিজা আক্তার, দপ্তর সম্পাদক ইতি আক্তার ও আইটি সম্পাদক লোকমান মিয়া। নির্বাহী সদস্য হয়েছেন রহিম উদ্দিন, জুম্মান আহমেদ ও তাহমিদুর রহমান তাহসিন।
সংগঠনের নতুন উপদেষ্টা পরিষদ ও মেন্টররা কমিটির অনুমোদন দেন। মেন্টর হিসেবে আছেন পাপ্পু ভট্টাচার্য, তাফহিমা রাহমান মৌ ও আব্দুল্লাহ আল তোফায়েল খান।
প্রধান উপদেষ্টা আইন বিভাগের প্রধান সহযোগী অধ্যাপক হুমায়ুন কবির। উপদেষ্টা আইন বিভাগের সহকারী অধ্যাপক মো এ কে এম সোহেল হাবিব নওরাজ, সহকারী অধ্যাপক মো সামিউর রাসিদ চৌধুরী ও প্রভাষক অনুপম গোপ। সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply