নিজস্ব প্রতিবেদক : যুক্তরাজ্যের কমিউনিটি ভিত্তিক একটি গণমাধ্যম সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নাম জড়িয়ে ভুয়া সংবাদ প্রচার করেছে বলে অভিযোগ করা হয়েছে।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ অভিযোগ করে এসআইইউ কর্তৃপক্ষ জানিয়েছে, যুক্তরাজ্যের ইউনিভার্সিটি ফর দ্য ক্রিয়েটিভ আর্টস-ইউসিএ সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিকে কালো তালিকাভুক্ত করেছে বলে কমিউনিটি ভিত্তিক এই গণমাধ্যমটি ভুল ব্যাখ্যাসহ, অসত্য, আপত্তিকর ও বানোয়াট তথ্য দিয়ে সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সম্পর্কে বিভ্রান্তি ছড়াচ্ছে।
ভুয়া সংবাদটি অত্যন্ত স্পর্শকাতর ও উদ্বেগের বিধায় শিক্ষার্থী ও সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মর্যাদা রক্ষার্থে গত ১৮ এপ্রিল এসআইইউর রেজিস্ট্রার ইউসিএর উপাচার্য বরাবর চিঠি দিয়ে ভুয়া সংবাদটি সম্পর্কে অবহিত করেন।
একই সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাই কমিশনকে এ বিষয়ে অবহিত করার ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যাতে কোন তথ্য-উপাত্ত ছাড়া উদ্দ্যেশ্যমূলকভাবে যুক্তরাজ্যে অবস্থিত কোন এজেন্সি এ ধরনের বিভ্রান্তিকর ও অপপ্রচারমূলক প্রচারণা থেকে বিরত থাকে।
সিলেট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড মো শহীদ উল্লাহ তালুকদার ও বোর্ড অব ট্রাস্টিজ চেয়ারপার্সন রাজীব আহমেদ বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের প্রতি জনসাধারণের নিকট সঠিক ও বস্তুনিষ্ঠ তথ্য উপস্থাপনের উপর গুরুত্ব আরোপ করেছেন।
Leave a Reply