হবিগঞ্জ প্রতিনিধি : হয়রত শাহজালাল (র) ও হযরত শাহপরান (র) মাজার জিয়ারত করতে সিলেট যাবার পথে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে হবিগঞ্জে অভিনন্দন জানানো হয়েছে।
সোমবার দুপুর ২টার দিকে খালেদা জিয়া শায়েস্তাগঞ্জ নতুন সেতু অতিক্রম করেন। এ সময় সকাল থেকে অপেক্ষমান দলীয় নেতাকর্মীরা মহাসড়কের দুই পাশে দাঁড়িয়ে তাকে অভিনন্দন জানিয়ে শ্লোগান দেন। খালেদা জিয়াও গাড়ি থেকে হাত নেড়ে নেতাকর্মীদের অভিবাদন জানান।
চেয়ারপারসনের সিলেট সফর উপলক্ষে সকালে শায়েস্তাগঞ্জ নতুন সেতু এলাকায় পথসভার আয়োজন করে স্থানীয় বিএনপি; কিন্তু সকাল সাড়ে ১১টার দিকে পুলিশ নেতাকর্মীদের সরিয়ে দিয়ে মঞ্চ ও মাইক খুলে নেয়।
পুলিশ জানায়, মঞ্চ তৈরির জন্যে অনুমতি নেয়া হয়নি।
Leave a Reply