ক্রীড়াঙ্গন প্রতিবেদক : যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল দু’দিনের সফরে সিলেট আসছেন।
আগামী রবিবার জেলা স্টেডিয়ামে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালক (অনূর্ধ ১৭) ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ ১৭) উদ্বোধন। এ উপলক্ষেই মূলত তিনি সিলেট আসছে।
সফরসূচি অনুযায়ী প্রতিমন্ত্রী এ দিন দুপুর ১২টা ২০ মিনিটে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছবেন। এরপর সার্কিট হাউস হয়ে যাবেন বিকেএসপি। সেখানে একাডেমিক ভবন ও সিনথেটিক ফুটবল টার্ফ উদ্বোধন করবেন।
দুপুর ২টায় বঙ্গবন্ধু ও বঙ্গমাতা জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন পর্বে বিশেষ অতিথি হিসেবে তিনি যোগ দেবেন।
এ অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড এ কে আব্দুল মোমেনের প্রধান অতিথি থাকার কথা রয়েছে।
যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো জাহিদ আহসান রাসেল সন্ধ্যায় হজরত শাহজালাল (র) মাজার ও রাতে হজরত শাহপরান (র) মাজার জিয়ারত করবেন।
সোমবার সকাল ৯টার দিকে তিনি রাজধানীর উদ্দেশ্যে রওয়ানা হবেন।
Leave a Reply