নিজস্ব প্রতিবেদক : প্রধানমন্ত্রী শেখ হাসিনা আজ সিলেট আসছেন। এক বছরের মধ্যে এটা তার দ্বিতীয়বার সিলেট সফর। এর আগে ২১শে জানুয়ারি তিনি সিলেট এসেছিলেন।
এছাড়াও আওয়ামী লীগের ২০তম জাতীয় সম্মেলনের পর রাজধানীর বাইরে দেশের ভেতর এটাই প্রধানমন্ত্রীর প্রথম সফর। তাই সিলেটের আওয়ামী পরিবারের সদস্যদের মতো সাধারণ মানুষও সম্মানিত বোধ করছেন।
প্রধানমন্ত্রীর এই সফরসূচিতে রয়েছে হযরত শাহজালাল (র) ও হযরত শাহপরান (র) মাজার জিয়ারত এবং জালালাবাদ সেনানিবাসে ১৭ পদাতিক ডিভিশনের অধীনস্থ নবগঠিত সদর দফতর ১১ পদাতিক ব্রিগেডের পতাকা উত্তোলন। ইতোমধ্যে সকল প্রস্তুতি সম্পন্ন হয়ে গেছে।
প্রধানমন্ত্রীর এই সফরের প্রথম সূচিতে সিলেট সরকারি আলিয়া মাদরাসা মাঠে আওয়ামী লীগের একটি জনসভাও ছিল, যাতে ভাষণ দেয়ার কথা ছিল দলীয় প্রধান শেখ হাসিনার। তাই নেতা-কর্মী-সমর্থক সহ পুরো সিলেটবাসী প্রত্যাশার ডালি সাজিয়েছিলেন; কিন্তু জেলা পরিষদ নির্বাচনের তফসিল ঘোষিত হবার পর পর জনসভা স্থগিত ঘোষণা করা হয়।
জনসভায় প্রধানমন্ত্রীর অনেকগুলো উন্নয়ন প্রকল্পের উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করার কথা ছিল। এ ব্যাপারে মঙ্গলবার রাতে আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সিলেট মহানগর সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান জানান, আপাততঃ উন্নয়ন প্রকল্পগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন হচ্ছেনা। পরবর্তী সময়ে প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সের মাধ্যমে এগুলোর উদ্বোধন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করতে পারেন।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকাল ১০টায় রাজধানী থেকে আকাশপথে সিলেট রওয়ানা হবেন। ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর পৌঁছবেন সকাল পৌণে ১১টায়। সেখান থেকে প্রথমেই যাবেন হযরত শাহজালাল (র) মাজারে। এই মহান তাপসের মাজার জিয়ারত শেষে যাবেন হযরত শাহপরান (র) মাজারে খাদিমনগরে। পরে যাবেন জালালাবাদ সেনানিবাসে। সেখানে অবস্থান করবেন বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। জোহরের নামাজ আদায় এবং মধ্যাহ্ন ভোজ করবেন সেনানিবাসেই। এরপর তিনি ঢাকার পথে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশ্যে রওয়ানা হবেন।
Leave a Reply