জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ ও জ্যেষ্ঠ কো-চেয়ারম্যান রওশন এরশাদ সহ কেন্দ্রীয় নেতৃবৃন্দ বৃহস্পতিবার সিলেট আসছেন।
নেতৃবৃন্দ দুপুর ১টায় সিলেট পৌঁছবেন। জিয়ারত করবেন হযরত শাহজালাল (র) মাজার। এর মধ্য দিয়ে হুসেইন মুহম্মদ এরশাদ নির্বাচনী প্রচারকাজ শুরু করবেন বলে জানা গেছে।
দলীয় প্রধানের সিলেট আগমন উপলক্ষে জাতীয় পার্টি জেলা শাখা বুধবার সন্ধ্যায় মহানগরীর সুরমা মার্কেটে দলীয় কার্যালয়ে জরুরি প্রস্তুতি সভা করেছে।
জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য ও জেলা আহবায়ক এটিইউ তাজ রহমানের সভাপতিত্বে এবং কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও জেলা সদস্য সচিব মো উছমান আলীর পরিচালনায় এতে বক্তব্য রাখেন, কেন্দ্রীয় সাবেক সাংগঠনিক সম্পাদক মকসুদ ইবনে আজিজ লামা, মহিলা পার্টির জেলা সভাপতি নাহিদা আক্তার চৌধুরী, মহানগর সভাপতি শিউলী আক্তার, জেলা জাপার জ্যেষ্ঠ যুগ্ম আহবায়ক ইশরাকুল হোসেন শামীম, যুগ্ম আহবায়ক এম এ মালিক খান, অ্যাডভোকেট মুফতি আব্দুর রহমান চৌধুরী, আব্দুর রহমান বারাকাত প্রমুখ।
Leave a Reply