ক্রীড়াঙ্গন প্রতিবেদক : শনিবার বাংলাদেশ ও জিম্ববুয়ের খেলার মধ্য দিয়ে সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেস্ট অভিষেক হচ্ছে।
খেলা শুরু হবে সকাল সাড়ে ৯টায়। এ ব্যাপারে সার্বিক প্রস্তুতি সম্পন্ন হয়েছে।
সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের টেস্ট অভিষেক উপলক্ষে বৃহস্পতিবার বিকেলে মহানগরীর রেজিস্ট্রারি মাঠ থেকে এই শোভাযাতত্রা বের করা হয়। বিভাগীয় ক্রীড়া সংস্থা এর আয়োজন করে।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহিউদ্দিন আহমদ সেলিমের নেতৃত্বে শোভাযাত্রাটি মহানগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে গিয়ে শেষ হয়।
Leave a Reply