নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা আইনজীবী সমিতির নির্বাচনে অ্যাডভোকেট এ টি এম ফয়েজকে সভাপতি এবং অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও অ্যাডভোকেট মো ফজলুল হক সেলিমকে যৌথভাবে সাধারণ সম্পাদক ঘোষণা করা হয়েছে।
রবিবার দুপুর ২টায় প্রধান নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো এমদাদুল হকের সভাপতিত্বে এবং সহকারী নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মো লিয়াকত আলী ও অ্যাডভোকেট জয়জিত আচার্য্যরে যৌথ পরিচালনায় অনুষ্ঠিত আইনজীবীদের সভায় বৃহস্পতিবার অনুষ্ঠিত নির্বাচনে সাধারণ সম্পাদক পদে সমান ভোট পাওয়া এই দু’জনকে যৌথ বিজয়ী ঘোষণা করা হয়।
এক বছর মেয়াদের নতুন কার্যনির্বাহী কমিটিতে প্রথম ৬ মাস অ্যাডভোকেট মাহফুজুর রহমান ও পরবর্তী ৬ মাস অ্যাডভোকটে মো ফজলুল হক সেলিম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করবেন।
Leave a Reply