বিশিষ্ট ইসলামি স্কলার, শায়খুল হাদিস আল্লামা ইসহাক আল মাদানী বলেছেন, মাদরাসা শিক্ষাথীদের কুরআন-হাদিসের চর্চার পাশাপাশি তথ্য প্রযুক্তি নির্ভর বিজ্ঞান চর্চায়ও মনোনিবেশ করতে হবে। তাতে একবিংশ শতাব্দির চ্যালেঞ্জ মোকাবেলা করে সকল ক্ষেত্রে ইসলামকে বিজয়ী করা সম্ভব হবে।
বুধবার সিলেট আইডিয়াল মাদরাসার আলিম পরীক্ষার্থীদের বিদায়ী অনুষ্ঠান ও দোয়া মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
মাদরাসার প্রিন্সিপাল ড এ এইচ এম সোলায়মানের সভাপতিত্বে ও ভারপ্রাপ্ত ভাইস প্রিন্সিপাল মাওলানা আহমদ হোসাইনের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন, জ্যেষ্ঠ আরবি প্রভাষক মাওলানা আব্দুল খালিক ও দেওয়ান সাইদুজ্জামান কুরাইশ। এছাড়াও উপস্থিত ছিলেন প্রভাষক মো ফারুক মিয়া, প্রভাষক মো রায়হান ও মাওলানা হাফিজুর রহমান।
অনুষ্ঠান শেষে ২০২২ সালের আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় বিশেষ মোনাজাত করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply