সিলটিভির প্রধান নির্বাহী কর্মকর্তা জ্যেষ্ঠ সাংবাদিক আল আজাদ বলেছেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন অত্যন্ত দূরদর্শী নেতা। তাই দেশভাগের পরপরই বুঝতে পারেন, এ স্বাধীনতা বাঙালির জন্যে নয়। তাই স্বাধীন সার্বভৌম বাংলাদেশের স্বপ্ন দেখতে শুরু করেন।
তিনি আরো বলেছেন, ঐতিহাসিক সাতই মার্চের ভাষণ এবং পরবর্তী সময়ের বিভিন্ন ভাষণেও বঙ্গবন্ধুর দূরদর্শিতার প্রমাণ মেলে। তার স্বপ্নের বাংলাদেশ প্রতিষ্ঠিত হতে যাচ্ছে। দেশী-বিদেশী শত্রুরা চক্রান্ত করে তাকে হত্যা করলেও স্বপ্নের বিনাশ ঘটাতে পারেনি।
জাতীয় শোক দিবস উপলক্ষে বৃহস্পতিবার রাতে সিলেট অনলাইন প্রেসক্লাব আয়োজিত আলোচনা সভায় তিনি প্রধান অতিথির বক্তব্য রাখছিলেন।
আলোচনা সভার সভাপতি সিলেট অনলাইন প্রেসক্লাবের সভাপতি মুহিত চৌধুরী বলেন, একটি অতি বিপ্লবী রাজনৈতিক দল বাঁকা পথে ক্ষমতায় যাবার জন্য স্বাধীনতার পরপরই দেশকে অস্থিশীল করে বঙ্গবন্ধু হত্যার পটভূমি তৈরি করে।
বিশেষ অতিথি সিলেট প্রতিদিন টুয়েন্টিফোর ডটকমের সম্পাদক সাজলু লস্কর বলেন, বঙ্গবন্ধুর জন্ম না হলে বাংলাদেশ হতো না।
সংগঠনের সদস্য তাওহিদুল ইসলামের উপস্থাপনায় আলোচনা সভায় অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, সদস্য জাবেদ আহমদ, শহীদুর রহমান জুয়েল, আশীষ দে, এম এ ওয়াহিদ চৌধুরী, সৈয়দ আছলাম হোসেন ও আলমগীর আলম।
পরে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
Leave a Reply