আলী হোসেন রাজন, মৌলভীবাজার : শেষ পর্যন্ত সিলেট অঞ্চলে শীতর নেমেছে। বিশেষ করে মাঘ মাসের প্রথমদিন থেকে বেশ ঠাণ্ডা অনুভূত হচ্ছে পুরো বিভাগ জুড়ে। এতে নিম্নআয়ের মানুষজন পড়েছেন দারুণ বিপাকে। সবচেয়ে বেশি দুর্ভোগের শিকার হচ্ছেন চা বাগানের শ্রমিকরা। অবশ্য সরকারি ও বেসরকারি উদ্যোগে বিভিন্ন এলাকায় কম্বল সহ নানা ধরনের গরম কাপড় বিতরণ করা হচ্ছে।
অন্যান্য বছরের মতো এবারো সিলেট অঞ্চলে সবচেয়ে বেশি শীত পড়েছে শ্রীমঙ্গলে। তাপমাত্রা উঠানামা করছে ৫ ডিগ্রি সেলসিয়াস থেকে ৭ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। ফলে খোলা আকাশের নিচে চলাফেরা ভীষণ কষ্টসাধ্য হয়ে পড়েছে।
শ্রীমঙ্গল আবহাওয়া দফতরের উচ্চ পর্যবেক্ষক মো হারুন অর রশিদ জানান, শ্রীমঙ্গলের উপর দিয়ে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। আবহাওয়ার এ অবস্থা আরও কয়েকদিন থাকতে পারে।
হঠাৎ করে শীতের তীব্রতা বেড়ে যাওয়ায় শীত জনিত বিভিন্ন রোগে শিশু ও বৃদ্ধ আক্রান্তের সংখ্যা বাড়ছে। অন্যদিকে খড়কুটা জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন।
Leave a Reply