নিজস্ব প্রতিবেদক : উন্নয়ন অভিযাত্রাকালেও সিলেট অঞ্চলসহ বাংলাদেশের বিভিন্ন এলাকার বিপুল সংখ্যক মানুষ নিরাপদ পানি সংকটে রয়েছে। পান করতে বাধ্য হচ্ছে খাল, বিল, পুকুর ও নদীর পানি। ফলে ভুগছে পানিবাহিত নানা রোগে। পরিণতিতে অনেক দুঃখজনক ঘটনা ঘটে চলেছে।
এসব মানুষের জন্যে নিরাপদ পানি পান নিশ্চিত করতে বাংলাদেশের উন্নয়ন সহযোগী আন্তর্জাতিক সংস্থা ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ প্রোক্টর এন্ড গ্যাম্বল (পিএন্ডজি) এর আর্থিক সহযোগিতায় প্রকল্প বাস্তবায়ন করছে। এখন চলছে দ্বিতীয় পর্যায়। প্রথম পর্যায়ে সিলেট বিভাগের সিলেট সদর, গোয়াইনঘাট ও ধর্মপাশা সহ দেশের ৮টি উপজেলায় এ প্রকল্প বাস্তবায়নের কাজ পরিচালনা করা হয়। আর দ্বিতীয় পর্যায়ে বাস্তবায়ন কাজ চলছে সিলেট বিভাগের গোয়াইনঘাট, সুনামগঞ্জ সদর, তাহিরপুর ও ধর্মপাশা সহ দেশের ৬ উপজেলায়। প্রকল্পের আওতায় নিরাপদ পানি পান সম্পর্কে সচেতনতা সৃষ্টির পাশাপাশি পানি দূষণমুক্ত করার উপকরণ সরবরাহ করা হচ্ছে।
এই উপকরণ হচ্ছে পিএন্ডজি পানি বিশুদ্ধকরণ পাউডার, যা খুবই কার্যকরী। ছোট্ট এক প্যাকেট পাউডার কয়েক মিনিটেই ১০ লিটার পানিকে সবধরনের দূষণমুক্ত করে দেয়।
প্রকল্পের দ্বিতীয় পর্যায়ে আওতাভুক্ত এলাকাগুলোর ১১ হাজারের বেশি পরিবার এক বছরের জন্যে বিনামূল্যে পেয়েছে পিএন্ডজি পানি বিশুদ্ধকরণ পাউডার ও অন্যান্য উপকরণ। প্রয়োজনে দুর্যোগ মুহূর্তে ৮০ দিনের জন্যে পাবে আরও ৬ হাজার ৫০০টি পরিবার। ওয়ার্ল্ড ভিশনের বিভিন্ন স্তরের কর্মীরা পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া সম্পর্কে মানুষকে প্রত্যক্ষ সহযোগিতা দিচ্ছেন।
প্রকল্পটির বাস্তবায়ন অভিজ্ঞতা নিয়ে সোমবার, ২৭ মে (১৩ জ্যৈষ্ঠ) সিলেটে একটি কর্মশালার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন সিলেটের সিভিল সার্জন ডা. মনিসর চৌধুরী। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের ন্যাশনাল অফিসের হেলথ নিউট্রেশন ওয়াশ টেকনিক্যাল প্রোগ্রামের সিনিয়র ম্যানেজার মো. মিজানুর রহমান, ন্যাশনাল ওয়াশ কোঅর্ডিনেটর পরিতোষ চন্দ্র সরকার ও সিনিয়র প্রোগ্রাম ম্যানেজার কাজল দ্রং। অংশগ্রহণকারীদের মধ্যে ছিলেন এরিয়া প্রোগ্রাম ম্যানেজার, জনপ্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও স্বেচ্ছাসেবকসহ অন্যরা।
Leave a Reply