নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-র্যাব ৯ সিলেট বিভাগের বিভিন্ন স্থান থেকে ৯ কেজি গাঁজা ও ৯০৫ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ শায়েস্তাগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল শনিবার হবিগঞ্জের মাধবপুর উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় ৯ কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী উপজেলার ইটাখলা এলাকার নূর মোহাম্মদ ফকিরের ছেলে মো দুলাল মিয়াকে (২৭) গ্রেফতার করা হয়।
একইদিন গোপন সংবাদের ভিত্তিতে র্যাব ৯ সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল এসএমপির দক্ষিণ সুরমা থানা এলাকায় অভিযান চালিয়ে ৯০৫ পিস ইয়াবা উদ্ধার ও মাদক ব্যবসায়ী দক্ষিণ সুরমার বরইকান্দি কাজিরখলা এলাকার মৃত সামছু মিয়ার ছেলে তাহেরকে (৩৫) গ্রেফতার করে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply