সিলেটে মনোওর মিনা ফাউন্ডেশনের ‘মনোওর-মিনা সম্মাননা ২০১৮’ প্রদান করা হয়েছে।
শুক্রবার সন্ধ্যায় মহানগরীর একটি অভিজাত হোটেলে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের জন্যে ৮ জনকে এই সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী। প্রধান আলোচক ছিলেন, কবি ও গবেষক অধ্যাপক নৃপেন্দ্রলাল দাশ। বিশেষ অতিথি ছিলেন, সিলেট জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি এমাদ উল্লাহ শহীদুল ইসলাম শাহীন, সিলটিভির ব্যবস্থাপনা পরিচালক মাহবুবুল আলম মিলন এবং কবি ও সাংবাদিক সৌমিত্র দেব। সভাপতিত্ব করেন, মনোওর মিনা ফাউন্ডেশনের চেয়ারম্যান শাহাদাত বখত শাহেদ।
‘মনোওর-মিনা সম্মাননা ২০১৮’ পেয়েছেন সাদা মনের মানুষ হিসেবে এ এস এম মকবুলুর রহমান, লিটলম্যাগ সম্পাদনায় মো আকসার বকস, চিত্রকলায় অরবিন্দ দাসগুপ্ত, আবৃত্তিতে মোকাদ্দেস বাবুল, ছড়ায় আবদুল হামিদ মাহবুব, নাটকে আমীরুল ইসলাম চৌধুরী এবং কবিতায় ফজলুররহমান বাবুল ও এখলাসুর রাহমান।
Leave a Reply