সিলেটে ৭ আর্মড পুলিশ ব্যাটালিয়ন-এপিবিএনের অভিযানে ১৫০ পিস ইয়াবাসহ ২ জন আটক হয়েছে।
গোপন সংবাদের ভিত্তিতে এপিবিএনের অধিনায়ক অতিরিক্ত ডিআইজি খোন্দকার ফরিদুল ইসলামের নির্দেশেনায় সহকারী পুলিশ সুপার মো আসাবুর রহমানের নেতৃত্বে মঙ্গলবার, ১০ অক্টোবর দুপুর দেড়টার দিকে সিলেট মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকায় ইউরো বাংলা সিরামিক্স লিমিটেডের সামনে অভিযান পরিচালনা করে মো নেছার আহমেদ (পিতা মৃত চাঁন মিয়া) ও ছালেক আহমেদকে (পিতা মৃত দিলকদর আলী), আটক করা হয়।
পরে তল্লাশি করে নেছার আহমেদের নিকট কাছ থেকে ১০০ পিস ও ছালেক আহমেদের নিকট থেকে ৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
এস আই মো আবুল বাশার ঘটনার বিষয়ে বাদি হয়ে জালালাবাদ থানায় এজাহার দায়ের করেছেন। তথ্য বিবরণী
Leave a Reply