সিলেট জেলা আওয়ামী লীগ দলের ৭টি উপজেলায় সম্মেলনের মাধ্যমে গঠিত কার্যকরী কমিটিকে অনুমোদন দিয়েছে।
বুধবার বিকেলে জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সভায় এই অনুমোদন দেওয়া হয়। উপজেলাগুলো হলো, ওসমানীনগর, বালাগঞ্জ, ফেঞ্চুগঞ্জ, গোয়াইনঘাট, কোম্পানীগঞ্জ, কানাইঘাট ও জকিগঞ্জ।
জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীর পরিচালনায় সভায় উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিসবাহ উদ্দিন সিরাজ, জেলা সহ সভাপতি প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ, সাংসদ মাহমুদ উস সামাদ চৌধুরী, আশফাক আহমদ, মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমেদ, অ্যাডভোকেট শাহ ফরিদ আহমদ, অ্যাডভোকেট নিজাম উদ্দিন, সুজাত আলী রফিক ও অ্যাডভোকেট নাসির উদ্দিন খান সহ অন্যান্য নেতা।
সভায় অ্যাডভোকেট লুৎফুর রহমানকে আহবায়ক ও সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরীকে সদস্য সচিব করে সম্মেলন প্রস্তুতি কমিটি এবং বিভিন্ন উপ কমিটি গঠন করা হয়।
Leave a Reply