অবিলম্বে চা শ্রমিকদের (২০২১-২০২২) চুক্তি সম্পন্ন করা, ২০ মাসের বকেয়া, ধর্মঘটকালীন মজুরি ও বোনাসের বকেয়া প্রদান করাসহ ৫ দফা দাবিতে চা শ্রমিকরা সিলেটে মিছিল ও সমাবেশ করেছেন।
চা শ্রমিক অধিকার আন্দোলন কেন্দ্রীয় কমিটির উদ্যোগে শুক্রবার বিকেলে এই কর্মসূচি পালন করা হয়।
বাগানে বাগানে দাবি সম্বলিত প্রচারপত্র বিতরণ ও লাইন বৈঠকসহ ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে চা শ্রমিকরা মালিনীছড়া চা-বাগান থেকে প্লেকার্ড ও ফেস্টুন সম্বলিত মিছিল নিয়ে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে এসে সমাবেশে মিলিত হন।
সংগঠনের কেন্দ্রীয় আহবায়ক কমরেড হৃদেশ মুদির সভাপতিত্বে ও চা শ্রমিক নেতা অরুণ মুদির পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন বাংলাদেশের সাম্যবাদী আন্দোলনের সিলেট জেলা সমন্বয়ক কমরেড সুশান্ত সিনহা সুমন, চা শ্রমিক অধিকার আন্দোলনের নেতা সন্তোষ বাড়াইক, শেলী দাস, সন্তোষ নায়েক, অঞ্জুলী মুদি, লাংকাট লোহার, বচন কালোহার, হরিসবর আলীবাহার বাগান পঞ্চায়েত শ্যামাচরন গোয়ালা, চা শ্রমিক ফেডারেশনের আহবায়ক বীরেন সিং, চা বাগান শিক্ষা অধিকার বাস্তবায়ন পরিযদের আহবায়ক অধির বাউরি প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, গত আগস্ট মাসে চা শ্রমিকদের মজুরি বৃদ্ধির আন্দোলন গোটা দেশের মানুষকে ভাবিয়ে তুলেছিল। সারা দেশের ১৬৭টি চা বাগানের শ্রমিকরা টানা ১৯ দিন ধর্মঘট করেন ৩০০ টাকা দৈনিক মজুরির দাবিতে। এর পরিপ্রেক্ষিতে প্রধানমন্ত্রী ১৭০ টাকা দৈনিক মজুরি ঘোষণা করেন এবং ৩ সেপ্টেম্বর ভিডিও কনফারেন্সের মাধ্যমে চা শ্রমিকদের ভূমির অধিকার, স্বাস্থ্য, শিক্ষা ও চিকিৎসা অধিকারের দাবি বাস্তবায়নের আশ্বাস দিলে চা শ্রমিকরা তা মেনে নেন; কিন্তু প্রধানমন্ত্রীর ঘোষণার ৩ মাস অতিবাহিত হলেও চা শ্রমিকদের ২০২১-২২ সালের চুক্তি সম্পন্ন হয়নি। মালিকপক্ষ শ্রমিকদের বকেয়া টাকা না দেওয়ার পাঁয়তারা করছে।
তারা বলেন, আগামী ডিসেম্বর মাসে চুক্তি সম্পন্ন হওয়ার পূর্বেই চুক্তির মেয়াদ শেষ হয়ে যাবে। এমন পরিস্থিতিতে চা শ্রমিকরা চরম অনিশ্চয়তায় ভুগছেন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply