র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯ মহানগর পুলিশের জালালাবাদ থানা এলাকা থেকে বিদেশী মদ সহ ৩ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বলে জানিয়েছে।
র্যাব-৯ সিলেট ক্যাম্পের একটি বিশেষ দল এএসপি নাহিদ হাসনের নেতৃত্বে বৃহস্পতিবার রাত ১০টার দিকে অভিযান চালিয়ে পাঠানটুলা সফিক মিয়া, ইলিয়াছ ও লালা মিয়াকে গ্রেফতার করে। তাদের নিকট থেকে ৪৩ বোতল বিদেশী মদ উদ্ধার ও একটি সিএনজি অটোরিক্সা আটক করা হয়। তাদেরকে জালালাবাদ থানায় হস্তান্তর করা হয়েছে।
একই দিন একই সময়ে র্যাব-৯, সদর কোম্পানি জ্যেষ্ঠ এএসপি মাঈন উদ্দিন চৌধুরী ও এএসপি আফজাল হোসেনের নেতৃত্বে অভিযান চালিয়ে সিলেটের জকিগঞ্জ উপজেলার পূর্ব মাদারখাল ভূঁইয়ার বাজার এলাকা থেকে ২৮৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ বিল্লাল আহমেদ নামের আরেক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করে। তাকে জকিগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।
Leave a Reply