এবারের ভয়াবহ বন্যায় সিলেট সদর, কোম্পানীগঞ্জ, গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কানাইঘাট উপজেলায় ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত ৪৩টি ক্বওমি মাদরাসায় জামায়াতে ইসলামী আর্থিক সহায়তা দিয়েছে।
দলের আমীর ডা শফিকুর রহমান রবিবার থেকে বুধবার পর্যন্ত টানা ৪ দিন ক্ষতিগ্রস্ত এসব ক্বওমি মাদরাসা পরিদর্শন করে প্রতিষ্ঠান প্রধানদের হাতে আর্থিক সহায়তা তুলে দেন।
এ সময় তিনি বলেন, সাম্প্রতিক বন্যায় বৃহত্তর সিলেট অঞ্চলের জানমাল, আসবাবপত্র ও গবাদিপশুর বিশাল ক্ষতি হয়েছে। ক্ষতিগ্রস্ত হয়েছে মাদরাসাগুলোও। তারা তাদের সাধ্যমতো দ্বীনি প্রতিষ্ঠানগুলোর পাশে দাঁড়িয়েছেন।
পরিদর্শনকালে তার সঙ্গে ছিলেন, জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল অ্যাডভোকেট এহসানুল মাহবুব জোবায়ের, সিলেট উত্তর জেলা আমীর হাফেজ মাওলানা আনোয়ার হোসেন খান, নায়েবে আমীর উপাধ্যক্ষ মাওলানা ফয়জুল্লাহ বাহার ও জেলা সেক্রেটারি জয়নাল আবেদীন।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply