সিলেটে বিভাগীয় রাজস্ব বিষয়ক সমস্যা ও উত্তরণকল্পে দিনব্যাপী কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বিভাগীয় কমিশনার কার্যালয়ের সম্মেলন কক্ষে বুধবার, ১৭ জানুয়ারি (৩ মাঘ) বিভাগীয় কমিশনার কার্যালয়ের উদ্যোগে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি। অংশ গ্রহণ করেন সিলেট, সুনামগঞ্জ ও হবিগঞ্জের জেলা প্রশাসকগণ, অতিরিক্ত জেলা প্রশাসকগণ (রাজস্ব) এবং এ তিন জেলার অন্তর্ভুক্ত উপজেলাসমূহের দায়িত্বে নিয়োজিত সহকারী কমিশনারগণ (ভূমি)।
কর্মশালায় স্বাগত বক্তব্য রাখেন ও মূল প্রবন্ধ উপস্থাপন করেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (রাজস্ব) ম জসিম উদ্দিন। আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) দেবজিৎ সিংহ এবং অতিরিক্ত বিভাগীয় কমিশনার ও পরিচালক (স্থানীয় সরকার) মো আসিব আহসান।
প্রধান অতিথির বক্তৃতায় বিভাগীয় কমিশনার আবু আহমদ ছিদ্দীকী, এনডিসি বলেন, সবাইকে দেশের জন্য নিঃস্বার্থভাবে কাজ করতে হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নিরলস প্রচেষ্টায় ভূমি ব্যবস্থায় অনেক সংযোজন ও আধুনিকায়ন হচ্ছে। মাঠ প্রশাসনের কর্মকর্তা-কর্মচারীদের সেই আধুনিক ব্যবস্থাকে কাজে লাগিয়ে জনগণের জীবনমান উন্নয়নে সহায়তা করতে হবে।
ভূমি ব্যবস্থার উত্তরণের ইতিহাস জানতে হবে উল্লেখ করে তিনি আরও বলেন, এ দেশের ভূমি ব্যবস্থা জমিদার ও ইংরেজদের হাত থেকে উদ্ধার করা হয়েছে। নামজারি নিয়ে ভূমি কর্মকর্তাদের সতর্কতা অবলম্বন করতে হবে। কেউ যেন অতিরিক্ত সুবিধা বা বৈষম্যের শিকার না হয় সেজন্য সততা ও নিষ্ঠার সঙ্গে অর্পিত দায়িত্ব পালন করতে হবে।
তিনি অবৈধ ভূমি দখলের সঠিক প্রতিবেদন নির্দিষ্ট সময়ের মধ্যে জমা দিতে সহকারী কমিশনারদের (ভূমি) আরও অগ্রগামী ভূমিকা রাখার আহ্বান জানান।
কর্মশালায় রাজস্ব বিষয়ক বিভিন্ন সমস্যা নিয়ে জেলা ভিত্তিক প্রবন্ধ উপস্থাপন করা হয়।
এরপর দল ভিত্তিক আলোচনার মাধ্যমে সমস্যাসমূহ চিহ্নিত করে সেগুলো থেকে উত্তরণের উপায় নিয়ে আলোচনা করা হয়। পিআইডি সিলেট
Leave a Reply