নিজস্ব প্রতিবেদক : সিলেটে ৩৯৮ জন পুলিশ কনস্টেবলের ৬ মাস মেয়াদি মৌলিক প্রশিক্ষণ শুরু হয়েছে।
বুধবার সকালে সিলেট রেঞ্জের পুলিশের উপ মহাপরিদর্শক-ডিআইজি মো মিজানুর রহমান দক্ষিণ সুরমার লালাবাজারে রেঞ্জ রিজার্ভ ফোর্স ব্যারাক ভবনে সদ্য নিয়োগপ্রাপ্ত এই পুলিশ কনস্টেবলদের মৌলিক প্রশিক্ষণ শুভ উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন আরআরএফ কমান্ড্যান্ট (এসপি) মো মাহমুদুর রহমান। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মো মনিরুজ্জামান। অতিরিক্ত পুলিশ সুপার সুজ্ঞান চাকমার সঞ্চালনায় এতে অন্যান্য কর্মকর্তা সহ অন্যরা উপস্থিত ছিলেন।
প্রধান অতিথি ডিআইজি মো মিজানুর রহমান বলেন, স্বাধীনতা যুদ্ধে পাক সেনাদের বিরুদ্ধে প্রথম প্রতিরোধ গড়ে তুলেন ঢাকার রাজারবাগের পুলিশ সদস্যগণ। পুলিশের এই সুবর্ণ ইতিহাসকে কোনভাবে মলিন হতে দেয়া যাবেনা।
তিনি বলেন, দেশের আইনশৃঙ্খলা ও অভ্যন্তরীণ নিরাপত্তা রক্ষার পাশাপাশি সন্ত্রাস ও জঙ্গি দমনে বাংলাদেশ পুলিশ অত্যন্ত দক্ষতা, সাহসিকতা ও পেশাদারিত্বের সাথে কাজ করে যাচ্ছে।
তিনি প্রশিক্ষণার্থীদের নিয়ম শৃঙ্খলা মেনে কঠোর পরিশ্রম করে মনযোগ সহকারে আইন অধ্যয়ন, অস্ত্র চালনা ও শারীরিক কসরতগুলো আয়ত্ত করে দক্ষ পুলিশ কর্মকর্তা হিসেবে গড়ে উঠার এবং প্রশিক্ষকদের সর্বাধিক গুরুত্ব সহকারে প্রশিক্ষণ প্রদানের নির্দেশ দেন।
মেধা ও যোগ্যতার ভিত্তিতে জাতিসংঘ মিশনে অংশগ্রহণ সহ পদোন্নতির সুযোগ রয়েছে বলে তিনি উল্লেখ করেন।
Leave a Reply