পরিবেশ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয় সিলেট-সুনামগঞ্জ বাইপাস পয়েন্টে অভিযান চালিয়ে অর্ধশতাধিক হাইড্রোলিক হর্ন জব্দ ও ২৫ হাজার টাকা জরিমানা আদায় করেছে।
মঙ্গলবার শব্দূষণবিরোধী ভ্রাম্যামণ আদালত পরিচালনা করে এই হাইড্রোলিক হর্ন জব্দ ও জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমণ আদালত পরিচালনা করেন পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ এমরান হোসেন। সার্বিক সহায়তা দেন আনসার ব্যাটালিয়ন সদস্যরা।
অভিযানে ২৫টি যানবাহন থেকে জরিমানা আদায় এবং ৩৯টি যানবাহন থেকে সর্বমোট ৫৭টি নিষিদ্ধ হাইড্রোলিক হর্ন জব্দ করা হয়।
ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউশন দেন পরিবেশ অধিদপ্তর, সিলেট জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো বদরুল হুদা।
অভিযানকালে পরিবেশ অধিদপ্তর, সিলেট বিভাগীয় কার্যালয়ের গবেষণাগার সহকারী শাহাদাৎ হোসেন ও বিআরটিসির প্রতিনিধি সার্বিক সহায়তা প্রদান করেন।
এসময় শব্দদূষণের কুফল সংক্রান্ত লিফলেটও বিতরণ করা হয়।-সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply