নিজস্ব প্রতিবেদক : র্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব)-৯, সিলেটে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে দক্ষিণ সুরমা ও গোলাপগঞ্জ উপজেলা এলাকা থেকে ২ হাজার ১১০ পিস ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-৯, ব্যাটালিয়ন সদর, সিলেটের একটি আভিযানিক দল রবিবার রাত সোয়া একটার দিকে দক্ষিণ সুরমা উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে। এসময় ১ হাজার ৮৫০ পিস ইয়াবাসহ জকিগঞ্জ উপজেলার মুন্সিবাজার বলারামের চর এলাকার মহদ্দেস আলীর ছেলে সুফিয়ান আহমদকে গ্রেফতার করা হয়।
এর আগে র্যাব-৯, সদর ক্যাম্প, সিলেটের একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোলাপগঞ্জ উপজেলা এলাকায় অভিযান পরিচালনা করে ২৬০ পিস ইয়াবা উদ্ধার ও জকিগঞ্জ উপজেলঅীর সৈয়দাবাজ (বখতিপুর) এলাকার আব্দুস সালামের ছেলে কয়ছর আহম্মেদকে গ্রেফতার করে।
পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেফতারকৃতদেরকে জব্দকৃত আলামতসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।-সূত্র সংবাদ বিজ্ঞপ্তি
Leave a Reply