ক্রীড়া প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে এবং জেলা ক্রীড়া সংস্থার সহযোগিতায় ডেভেলপমেন্ট কাপ ফুটবল টুর্নামেন্ট (অনূর্ধ ১৫) শুরু হয়েছে।
বৃহস্পতিবার (৭ নভেম্বর) থেকে আবুল মাল আবদুল মুহিত ক্রীড়া কমপ্লেক্সে চলছে এ টুর্নামেন্ট। এতে অংশ নিয়েছে, বাংলাদেশ ফুটবল ফেডারেশন নিবন্ধিত ১৬টি ফুটবল এাকডেমি দল। প্রতিদিন ৩টি খেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ১২ নভেম্বর ফাইনাল খেলা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
জেলা ক্রীড়া কর্মকর্তা মো নূর হোসেন জানান, উদ্বোধনী দিনের খেলায় সিলেট ইউনাইটেড ফুটবল একাডেমি দল ২-০ গোলে আমির হাবিব ফুটবল একাডেমি দলকে পরাজিত করে।