নিজস্ব প্রতিবেদক : সিলেটে ১৫ দিনব্যাপী বিভাগীয় বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলা শুরু হয়েছে।
এবারের প্রতিপাদ্য বিষয় ‘বৃক্ষরোপণ করে যে, সম্পদশালী হয় সে’। সিলেট বন বিভাগ ও কৃষি সম্প্রসারণ অধিদফতর এই বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষমেলার আয়োজন করেছে।
এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। এতে অংশ নেন বিভাগীয় কমিশনার ড নাজমানারা খানুম, মহানগর পুলিশ কমিশনার গোলাম কিবরিয়া ও জেলা প্রশাসক রাহাত আনোয়ার।
পরে বিভাগীয় কমিশনার সিলেট সরকারি আলিয়া মাদরাসা ময়দানে বৃক্ষমেলার উদ্বোধন করেন।
Leave a Reply