বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের পরিচালনায় সিলেটে ১৫৪তম রোভার স্কাউটস লিডার ওরিয়েন্টেশন অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার মহানগরীর মীরের ময়দানে সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজে দিনব্যাপী ওরিয়েন্টেশনের উদ্বোধনীতে উপস্থিত ছিলেন জেলা রোভারের কমিশনার জহির উদ্দিন আমিন, সিলেট বিজ্ঞান ও প্রযুক্তি কলেজের প্রতিষ্ঠাতা ও পরিচালক মো মুহিবুর রহমান এবং বাংলাদেশ স্কাউটস সিলেট অঞ্চলের আঞ্চলিক পরিচালক অনু চিং মারমা। কোর্সের পরিচালক ছিলেন বাংলাদেশ স্কাউটস রোভার অঞ্চলের জ্যেষ্ঠ সহ সভাপতি অধ্যাপক মো আবুল কালাম চৌধুরী এলটি। প্রশিক্ষক ছিলেন ফিল্ড অফিসার গোলাম মাসুদ এএলটি, উপ আঞ্চলিক কমিশনার ও জেলা সম্পাদক মো মবশ্বীর আলী ও জেলা রোভারের ডিআরএসএল বিপুল চন্দ্র দত্ত।
এছাড়াও উপস্থিত ছিলেন সাবেক সিলেট বিভাগীয় জ্যেষ্ঠ রোভার মেট প্রতিনিধি তোফায়েল আহমদ তুহিন, জেলা জ্যেষ্ঠ রোভার মেট প্রতিনিধি তানজিল আহমদ, মাসুদা শিকদার সাথী, মো জুবায়ের আহমদ ও মদনমোহন কলেজের জ্যেষ্ঠ রোভার মেট মো শুকরান আহমদ রানা।
কোর্সের সার্বিক ব্যবস্থাপনা ও অর্থায়নে ছিলো সিলেট জেলা রোভার স্কাউটস।
Leave a Reply