নিজস্ব প্রতিবেদক : শুক্রবার ছিল ১৪২৪ বাংলার শেষ দিন। কেউ নীরবে কেউ সরবে স্মৃতিময় এ বছরটিকে বিদায় জানিয়েছেন। এ উপলক্ষে সিলেট সহ বিভিন্ন জায়গায় অনুষ্ঠানমালার আয়োজন করা হয়।
সিলেটে সম্মিলিত নাট্য পরিষদ বিকেলে মহানগরীর চাঁদনীঘাটে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করে। অনুষ্ঠান উপভোগ করেন, জেলা প্রশাসক নুমেরী জামান, নর্থইস্ট ইউনিভার্সিটির উপাচার্য ড আতফুল হাই শিবলী, স্থানীয় সরকার বিভাগের উপ পরিচালক দেবজিৎ সিনহা ও অতিরিক্ত জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল্লাহ সহ সর্বস্তরের মানুষ।
সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে নৃত্যশৈলী আয়োজন করে বর্ষবিদায় অনুষ্ঠানের। এতে বিভিন্ন সংগঠন অংশ নেয়। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র বদর উদ্দিন আহমদ কামরান, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সপ্রিয় চক্রবর্তী রঞ্জু ও সিলেট স্টেশন ক্লাবের সভাপতি ই ইউ শহিদুল ইসলাম শাহিন।
Leave a Reply