‘শেখ হাসিনার বাংলাদেশ : ক্ষুধা হবে নিরুদ্দেশ’ স্লোগানকে সামনে রেখে খাদ্য অধিদফতর পরিচালিত হতদরিদ্রদের জন্য স্বল্পমূল্যে খাদ্য শস্য বিতরণ কেন্দ্র উদ্বোধন করা হয়েছে।
উদ্বোধনী অনুষ্ঠান সোমবার সিলেট সদর উপজেলার মোগলগাঁও ইউনিয়নের লালারগাঁও হাফিজিয়া মাদরাসায় অনুষ্ঠিত।
ইউনিয়নের ১, ২, ৩ ও ৪নং ওয়ার্ডের দুস্থ মানুষের মাঝে ১০ টাকা কেজি দরে চাল বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সদর উপজেলা চেয়ারম্যা আশফাক আহমদ। ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মো আশিক মিয়ার সভাপতিত্বে ও সদর উপজেলা যুবলীগ নেতা মো তাজ উদ্দিনের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা আওয়াম লীগের যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যক্ষ সুজাত আলী রফিক, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো সাইফুল আলম সিদ্দিকী, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কান্দিগাও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো নিজাম উদ্দিন, মহানগর যুবলীগের সাবেক দফতর সম্পাদক মো আমির আহমদ মোস্তফা ও উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক মো ইকলাল আহমদ।
Leave a Reply