নিজস্ব প্রতিবেদক : সিলেটে হোটেল মেগা গোল্ডেন এজের উদ্যোগে ৪ দিনব্যাপী বৈশাখী মেলা শুরু হচ্ছে।
এ বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে মহানগরীর উত্তর জেল রোড এলাকায়। চলবে প্রতিদিন ১০টা থেকে রাত ৮টা পর্যন্ত।
উদ্বোধন মঙ্গলবার সন্ধ্যা সাড়ে ৬টায়। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন, সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভারপ্রাপ্ত সভাপতি এমদাদ হুসাইন।
বৈশাখী মেলাকে সামনে রেখে হোটেল মেগা গোল্ডেন এজে সোমবার বিকেলে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্য রাখেন, মেগা বিল্ডার্সের ব্যবস্থাপনা পরিচালক মুরাদ ইকবাল চৌধুরী ও মেগা বিল্ডার্সের ভূমি মালিক আব্দুল হাই শাহাব উদ্দিন।
Leave a Reply