বাংলাদেশ জাতীয় সংসদের সাবেক স্পিকার ও জাতিসংঘের ৪১তম অধিবেশনের সভাপতি মুক্তিযোদ্ধা কূটনীতিক হুমায়ুন রশীদ চৌধুরীর ১৯তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।
এ উপলক্ষে শুক্রবার বাদ জুমা স্পিকার হুমায়ুন রশীদ চৌধুরী স্মৃতি পরিষদের উদ্যোগে হযরত শাহজালাল (র) দরগা কবরস্থানে মরহুমের মাজারে শ্রদ্ধাঞ্জলি নিবেদন ও দোয়া করা হয়।
এসময় উপস্থিত ছিলেন, সিলেট জজ কোর্টের অতিরিক্ত পিপি অ্যাডভোকেট শামসুল ইসলাম, মহানগর আওয়ামী লীগ নেতা মনিরুজ্জামান সেলিম, লন্ডন আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ফজরুল হক এনাম, জেলা সেচ্ছাসেবক লীগের সহ সভাপতি অ্যাডভোকেট আলাউদ্দিন, অ্যাডভোকেট মাসুম আহমদ, মুজিবুর রহমান মালদার, অর্থ সম্পাদক অ্যাডভোকেট মনির উদ্দিন, ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক ইফতেখার হোসেন মনি, বঙ্গবন্ধু ফাউন্ডেশন ছাতক শাখার সাধারণ সম্পাদক ইয়াসিন আহমদ সুমন, মহানগর শ্রমিক লীগের যুগ্ম সম্পাদক জাহির উদ্দিন, সিরাজুল ইসলাম, ছাত্রলীগের কেন্দ্রীয় সাবেক সহ সম্পাদক মাসুদ কামাল সুফী, রেজাউল করিম লিটন, বারীন্দ্র দাস সজীব, স্বজন ফাউন্ডেশন বাংলাদেশের অ্যাডমিন জালাল উদ্দিন প্রমুখ।
Leave a Reply