নিজস্ব প্রতিবেদক : সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হামলা, লুটপাট ও মন্দির ভাংচুরের প্রতিবাদে সিলেট জেলা হিন্দু যুব পরিষদ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে।
বুধবার বিকেলে সিলেট কেন্দ্রীয় শহিদমিনারে আয়োজিত মানববন্ধনে সভাপতিত্ব করেন, সংগঠনের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদের সহ সভাপতি দীপক রায়। বিপ্লব কুমার পালের পরিচালনায় বক্তব্য রাখেন, কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক অপু দেবনাথ, সিলেট বিভাগীয় সাংগঠনিক সম্পাদক বিকাশ রঞ্জন অধিকারী, জেলা সাধারণ সম্পাদক কার্তিক পাল ও মহানগর হিন্দু পরিষদের সভাপতি নির্মলেন্দু চৌধুরী পান্না।
বক্তারা হামলায় জড়িত সকল উগ্রবাদী ও মৌলবাদী গোষ্ঠীকে দ্রুত বিচার আইনের আওতায় এনে বিচারের দাবি জানান।
Leave a Reply