নিজস্ব প্রতিবেদক : সিলেটে হিজড়া জনগোষ্ঠীর জীবনমান উন্নয়নে করণীয় বিষয়ে কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার সকালে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মিলনায়তনে নারী উদ্যোগ কল্যাণ সমিতি ও ট্রেনিং সেন্টার ফর আন্ডার প্রিভিলেজড কমিউনিটির উদ্যোগে এর আয়োজন করা হয়।
এতে প্রধান অতিথি ছিলেন, জাতিসংঘে বাংলাদেশের সাবেক স্থায়ী প্রতিনিধি ও রাষ্ট্রদূত ড এ কে আবদুল মোমেন। ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল ডা এ কে মাহবুবল হকের সভাপতিত্বে সেমিনারে স্বাগত বক্তব্য রাখেন, নারী উদ্যোগ কল্যাণ সমিতির সভাপতি শাহিদা সিকদার। মূল প্রবন্ধ উপস্থাপন করেন, জেলা সমাজসেবা কার্যালয়ের উপ পরিচালক নিবাস রঞ্জন দাশ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন, সিলটিভির প্রধান সম্পাদক আল আজাদ, সিলেটের ডাকের জ্যেষ্ঠ প্রতিবেদক আহমদ আলী, আওয়ামী লীগের জাতীয় কমিটির সদস্য মোহাম্মদ সানাওর ও ব্যবসায়ী কয়েছ চৌধুরী।
Leave a Reply