বিশ্ব মানবাধিকার দিবস উপলক্ষে সিলেটে হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে আম্বরখানা গার্লস স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ সৈয়দ মুহাদ্দিস আহমেদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার দেশের উন্নয়নের পাশাপাশি মানবাধিকার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।
তিনি আরো বলেছেন, বিজয়ের মাসে নতুন করে শপথ নিতে হবে, যেন দেশের কোথাও মানবাধিকার লঙ্ঘিত না হয়।
মঙ্গলবার দুপুরে মহানগরীর তালতলায় একটি অভিজাত হোটেলে এই আলোচনা সভার আয়োজন করা হয়।
সংগঠনের সিলেট বিভাগীয় সভাপতি অবসরপ্রাপ্ত পুলিশ সুপার আব্দুল আহাদ চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন ও মানবাধিকার কর্মী রুবিনা ইয়াসমিন অন্তরার যৌথ পরিচালনায় এতে প্রধান বক্তা ছিলেন, হিউম্যান রাইটস ওয়াচ ট্রাস্ট অব বাংলাদেশের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান দেলোয়ার হোসেন খান। বিশেষ অতিথি ছিলেন, কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব এমদাদুর রহমান, কেন্দ্রীয় নির্বাহী সদস্য সাংবাদিক আমিরুল ইসলাম চৌধুরী এহিয়া, বিভাগীয় সহ সভাপতি আলাউদ্দিন আহমদ মুক্তা ও শরিফুল ইসলাম আকন্দ।
এর আগে সিলেট কেন্দ্রীয় শহিদমিনার থেকে একটি শোভাযাত্রা বের হয়ে বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে।
Leave a Reply